Showing posts with label Windows Tips. Show all posts
Showing posts with label Windows Tips. Show all posts
Saturday, 16 November 2013
Monday, 29 October 2012
Wednesday, 12 September 2012
Bangla Font Dekha Na gele [বাংলা ফন্ট দেখা না গেলে ]
Problem with Bengali Font?
If you are using Windows Vista or later version, the contents of this site are compatible with the system fonts you already have in you computer.
For Windows XP or earlier version you have to install a Unicode font which supports Bengali. It's a matter of few seconds to install the font by following the given instructions.
1. For Windows XP or earlier version Download the font
2. Copy and paste it to your system's "Fonts" directory. You can find this directory by two simple ways:
Start > Run > type "fonts" and click OK
Start > Control Panel > Fonts
DOWNLOAD
If you are using Windows Vista or later version, the contents of this site are compatible with the system fonts you already have in you computer.
For Windows XP or earlier version you have to install a Unicode font which supports Bengali. It's a matter of few seconds to install the font by following the given instructions.
1. For Windows XP or earlier version Download the font
2. Copy and paste it to your system's "Fonts" directory. You can find this directory by two simple ways:
Start > Run > type "fonts" and click OK
Start > Control Panel > Fonts
DOWNLOAD
Tuesday, 27 March 2012
To add a static IP route-WindowsXP & Windows7
To add a static IP route
1. Open Command Prompt
2. At the command prompt, type:
route add destination mask subnetmask gateway metric costmetric if interface
where:
destination
|
Specifies either an IP address or host name for the network or host.
|
subnetmask
|
Specifies a subnet mask to be associated with this route entry. If subnetmask is not specified, 255.255.255.255 is used.
|
gateway
|
Specifies either an IP address or host name for the gateway or router to use when forwarding.
|
costmetric
|
Assigns an integer cost metric (ranging from 1 through 9,999) to be used in calculating the fastest, most reliable, and/or least expensive routes. If costmetric is not specified, 1 is used.
|
interface
|
Specifies the interface to be used for the route that uses the interface number. If an interface is not specified, the interface to be used for the route is determined from the gateway IP address.
|
For example, to add a static route to the 10.0.0.0 network that uses a subnet mask of 255.0.0.0, a gateway of 192.168.0.1, and a cost metric of 2, you type the following at a command prompt:
route add 10.0.0.0 mask 255.0.0.0 192.168.0.1 metric 2
OR
route add 192.168.0.1 mask 255.255.255.0
Note
•To open command prompt, click Start, point to All Programs, point to Accessories, and then click Command Prompt.
•To make a static route persistent, you can either enter route add commands in a batch file that is run during system startup or use the -p option when adding routes.
•Routes added by using the -p option are stored in the Windows registry under the following key:
HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Services\Tcpip \Parameters\PersistentRoutes
•All symbolic names used for destination or gateway are looked up in the network and computer name database files (Networks and Hosts), which are stored in the local systemroot\System32\Drivers\Etc folder.
•If a route addition fails, you can use the tracert command to verify that the gateway specified is directly reachable from the same subnet as this computer.
To remove a static IP route
1.Open Command Prompt
2.At the command prompt, type:
route delete destination
where:
destination specifies either an IP address or network name for the remote TCP/IP host computer or network. For example, to delete a static route to the 10.0.0.0 network, you type the following at a command prompt:
route delete 10.0.0.0
Note
•To open command prompt, click Start, point to All Programs, point to Accessories, and then click Command Prompt.
•All symbolic names used for destination are looked up in the network database file Networks, which is stored in the local systemroot\System32\Drivers\Etc folder.
Thursday, 22 March 2012
RESET TCP/IP NETWORKING STACK IN WINDOWS 7 AND VISTA
Sometimes your DHCP service is not able to pull an IP address, the reason could be that the network stack on Windows goes banana. To fix the problem, open command prompt with administrator privilege (click on Start → type in “cmd” → right click on the command prompt and choose “Run as Administrator”) and type these command:
C:\Windows\system32> netsh int ip reset C:\netsh.log.txt
C:\Windows\system32> netsh winsock reset
C:\Windows\system32> netsh int ip reset C:\netsh.log.txt
C:\Windows\system32> netsh winsock reset
… then all your network configuration will be reset.
Update: The command netsh is very powerful, you can control a lot of things in Windows with it, like network interfaces, route table …
Some examples:
Set the LAN adapter to static IP address:
C:\Windows\system32> netsh interface ip set address name="Local Area Connection" static 192.168.10.15 255.255.255.0 192.168.10.1 1
C:\Windows\system32> netsh interface ip set address name="Local Area Connection" static 192.168.10.15 255.255.255.0 192.168.10.1 1
Set the LAN adapter to DHCP:
C:\Windows\system32>netsh interface ip set address name="Local Area Connection" dhcp
Configure the LAN adapter’s secondary DNS:
C:\Windows\system32> netsh interface ip add dns name="Local Area Connection" 8.8.8.8 index=2
C:\Windows\system32> netsh interface ip add dns name="Local Area Connection" 8.8.8.8 index=2
Wednesday, 1 February 2012
বিনামূল্যে গুগল এ্যাপস [Google mail service]
যাদের নিজম্ব ডোমেইন আছে তারা নিজম্ব ডোমইনে মেইল ঠিকানা ব্যবহার করে থাকেন। কিন্তু সীমিত হোস্টিং স্পেস কেনার ফলে ইমেইলে বেশী যায়গা পান না। আর ইমেইল ব্যবহারহারকারী যদি অনেক হয়ে থাকে তাহলে বছরে বেশ কিছু টাকা গুনতে হবে হোস্টিং স্পেস বাবদে। কিন্তু আপনি যদি গুগলের এ্যাপস ব্যবহার করেন তাহলে কয়েকশত মেইল ঠিকানা পাবেন যার ধারণক্ষমতা ৭ গিগাবাইটেরও বেশী যা জিমেইলের মত। এছাড়াও গুগলের অনান্য সেবা ক্যালেন্ডার, চ্যাটিং ডক্সসহ সবাই পাবেন। আর এসব সেবাই বিনামূল্যে পাওয়া যাবে।
রেজিস্ট্রেশন করা: এজন্য প্রথমে www.google.com/a এ যান। এবার ডানে See details and sign up বাটনে ক্লিক করে ডানের Not a business? Explore Standard Edition এ ক্লিক করুন। এবার Get Started বাটনে ক্লিক করুন। আপনার যেহেতু ডোমেইন কেনা আছে সেহেতু I want to use an existing domain name এর Administrator: I own or control this domain অপশন বাটন নির্বাচন করে নিচের বক্সে ডোমেইনের নাম (ধরি www.amaderdhaka.com) লিখে Get Started বাটনে ক্লিক করুন। এবার ফরমের তথ্যগুলো পূরণ করে Continue বাটনে ক্লিক করুন। এখন administrator account এর ইমেইল পাসওয়ার্ড পূরণ করে I accept Continue with set up বাটনে ক্লিক করুন।
Tuesday, 24 May 2011
টেষ্টডিক্স দ্বারা মুছে যাওয়া ডাটা উদ্ধার করা
বিভিন্ন কারণে দরকারী ফাইল মুছে যেতে পারে। এছাড়াও ড্রাইভ ফরম্যাট হলে বা পার্টিশন ভেঙ্গে গেলে দরকারী ফাইল উদ্ধার করা কষ্টকর হয়ে পরে। মুছে যাওয়া ফাইল উদ্ধার (রিকভার) করার বিভিন্ন সফটওয়্যারের মধ্যে টেষ্টডিক্স অন্যতম। টেষ্টডিক্স দ্বারা মুছে যাওয়া ফাইল উদ্ধারের পাশাপাশি ফাইল সিস্টেম, পাটিশন, বুট সেক্টর উদ্ধার করা যায়।
মাত্র ১.৫ মেগাবাইটের মত ফ্রি সফটওয়্যারটি www.cgsecurity.org থেকে ডাউনলোড করতে পারেন। সফটওয়্যারটির উইন্ডোজের পাশাপাশি ম্যাক, লিনাক্স এবং ডজ সংস্করণ করেছে। এছাড়াও হিরেনস বুট সিডি, জিপার্টেড লাইভ সিডি, পার্টেড ম্যাজিক ইত্যাদি সিডিতেও সফটওয়্যারটি রয়েছে।
ডাটা উদ্ধারের জন্য সফটওয়্যারটি চালু করে নিচের ধাপগুলো অনুসরণ করুন।
ধাপ ১) Create নির্বাচিত রেখে এন্টার চাপুন।
ধাপ ২) এবার হার্ডডিক্সটি নির্বাচন করে নিচে Proceed নির্বাচিত রেখে এন্টার চাপুন।
ধাপ ৩) এখানে হার্ডডিক্সটি দেখা যাবে। এবার ইন্টেলের ক্ষেত্রে Intel নির্বাচিত রেখে এন্টার চাপুন।
ধাপ ৪) এবার Analyse নির্বাচিত রেখে এন্টার চাপুন।
ধাপ ৫) এখানে আপনার হার্ডডিক্সের সকল পার্টিশনগুলো দেখা যাবে। নিচে Quick Search নির্বাচিত রেখে এন্টার চাপুন।
ধাপ ৬) এবার Should TestDisk search for partition created under Vista ? [Y/N] (answer Yes if unsure) ম্যাসেজ আসলে y চাপুন।
ধাপ ৭) এবার আপনি যে ড্রাইভ থেকে ডাটা উদ্ধার করতে চাচ্ছেন সেই ড্রাউভ আপ/ডাউন এ্যারোকী দ্বারা ড্রাইভটি নির্বাচিত করে p চাপুন।
ধাপ ৮) এখন উক্ত ড্রাইভের সকল ফোল্ডারগুলো দেখা যাবে। আপনি যে ফাইল বা ফোল্ডারটি কপি (উদ্ধার) করে রিমুভাল ড্রাইভে বা অন্য ড্রাইভে রাখতে চান সেই ফোল্ডারটি নির্বাচন করে c চাপুন। উক্ত ফোল্ডারের ভিতরে ঢুকতে চাইলে ড্রাইভটি নির্বাচন করে এন্টার বা ডানের এ্যারোকী চাপুন।
ধাপ ৯) এখন আপনি যে ফাইল বা ফোল্ডারটি কপি করতে চান সেটি কোন লোকেশনে (ড্রাউভে) সেভ হবে তা উপরে দেখাবে। আপনি বাম এ্যারোকী দ্বারা রুট ড্রাইভে আসতে পারেন।
ধাপ ১০) সবশেষে c (অথবা y) চাপুন, তাহলে আপনার নির্বাচিত ড্রাইভে ফাইল বা ফোল্ডারটি কপি হবে। এবং Copy Done মাসেজ দেখাবে।
এভাবে আপনি আরো মুছে যাওয়া ডাটা উদ্ধার করতে পারবেন। ড্রাইভ ফরম্যাট হলে বা পার্টিশন ভেঙ্গে গেলেও একই পদ্ধতিতে ডাটা উদ্ধার করা যাবে। উইন্ডোজ এবং ডস মুডে কমান্ডে কিছুটা ভিন্নতা থাকতে পারে।
মাত্র ১.৫ মেগাবাইটের মত ফ্রি সফটওয়্যারটি www.cgsecurity.org থেকে ডাউনলোড করতে পারেন। সফটওয়্যারটির উইন্ডোজের পাশাপাশি ম্যাক, লিনাক্স এবং ডজ সংস্করণ করেছে। এছাড়াও হিরেনস বুট সিডি, জিপার্টেড লাইভ সিডি, পার্টেড ম্যাজিক ইত্যাদি সিডিতেও সফটওয়্যারটি রয়েছে।
ডাটা উদ্ধারের জন্য সফটওয়্যারটি চালু করে নিচের ধাপগুলো অনুসরণ করুন।
ধাপ ১) Create নির্বাচিত রেখে এন্টার চাপুন।
ধাপ ২) এবার হার্ডডিক্সটি নির্বাচন করে নিচে Proceed নির্বাচিত রেখে এন্টার চাপুন।
ধাপ ৩) এখানে হার্ডডিক্সটি দেখা যাবে। এবার ইন্টেলের ক্ষেত্রে Intel নির্বাচিত রেখে এন্টার চাপুন।
ধাপ ৪) এবার Analyse নির্বাচিত রেখে এন্টার চাপুন।
ধাপ ৫) এখানে আপনার হার্ডডিক্সের সকল পার্টিশনগুলো দেখা যাবে। নিচে Quick Search নির্বাচিত রেখে এন্টার চাপুন।
ধাপ ৬) এবার Should TestDisk search for partition created under Vista ? [Y/N] (answer Yes if unsure) ম্যাসেজ আসলে y চাপুন।
ধাপ ৭) এবার আপনি যে ড্রাইভ থেকে ডাটা উদ্ধার করতে চাচ্ছেন সেই ড্রাউভ আপ/ডাউন এ্যারোকী দ্বারা ড্রাইভটি নির্বাচিত করে p চাপুন।
ধাপ ৮) এখন উক্ত ড্রাইভের সকল ফোল্ডারগুলো দেখা যাবে। আপনি যে ফাইল বা ফোল্ডারটি কপি (উদ্ধার) করে রিমুভাল ড্রাইভে বা অন্য ড্রাইভে রাখতে চান সেই ফোল্ডারটি নির্বাচন করে c চাপুন। উক্ত ফোল্ডারের ভিতরে ঢুকতে চাইলে ড্রাইভটি নির্বাচন করে এন্টার বা ডানের এ্যারোকী চাপুন।
ধাপ ৯) এখন আপনি যে ফাইল বা ফোল্ডারটি কপি করতে চান সেটি কোন লোকেশনে (ড্রাউভে) সেভ হবে তা উপরে দেখাবে। আপনি বাম এ্যারোকী দ্বারা রুট ড্রাইভে আসতে পারেন।
ধাপ ১০) সবশেষে c (অথবা y) চাপুন, তাহলে আপনার নির্বাচিত ড্রাইভে ফাইল বা ফোল্ডারটি কপি হবে। এবং Copy Done মাসেজ দেখাবে।
এভাবে আপনি আরো মুছে যাওয়া ডাটা উদ্ধার করতে পারবেন। ড্রাইভ ফরম্যাট হলে বা পার্টিশন ভেঙ্গে গেলেও একই পদ্ধতিতে ডাটা উদ্ধার করা যাবে। উইন্ডোজ এবং ডস মুডে কমান্ডে কিছুটা ভিন্নতা থাকতে পারে।
Tuesday, 1 March 2011
রিকুভা দ্বারা মুছে যাওয়া ফাইল ফিরিয়ে আনা
উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ভাইরাসের কারণে, অসাবধানে বা অন্য কোন কারণে ফাইল মুছে যেতে পারে। কিন্ত এই মুছে যাওয়া ফাইল যদি দরকার পরে তাহলে তা আবার ফিরিয়ে আনতে হয়। মুছে যাওয়া ফাইল ফিরিয়ে আনা যায় সিস্টেম রিস্টোর করে বা কোন ফাইল রিকভারি সফটওয়্যারের সাহায্যে। ফাইল রিকভারি সফটওয়্যারগুলোর মধ্যে দারুন একটি ফ্রি সফটওয়্যার হচ্ছে রিকুভা। ৪ মেগাবাইটের মত ফ্রি এই সফটওয়্যারটি দ্বারা সহজেই মুছে যাওয়া ফাইল পুনউদ্ধার করা যায়। সফটওয়্যারটিwww.piriform.com/recuva থেকে ডাউনলোড করা যাবে।
সফটওয়্যারটি ইনস্টল করার পরে চালু করুন। এবার নির্দিষ্ট ড্রাইভ (প্রয়োজনে নির্দিষ্ট ফাইল ক্যাটাগরি) নির্বাচন করে Scan বাটনে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে মুছে যাওয়া ফাইলগুলো দেখাবে। এবার যে যে ফাইলগুলো উদ্ধার করতে চান সেগুলো নির্বাচন করে ডানে Recover বাটনে ক্লিক করে কোথায় সেভ করবেন তা ব্রাউজ করে Ok করুন।
Source : http://www.shamokaldarpon.com
সফটওয়্যারটি ইনস্টল করার পরে চালু করুন। এবার নির্দিষ্ট ড্রাইভ (প্রয়োজনে নির্দিষ্ট ফাইল ক্যাটাগরি) নির্বাচন করে Scan বাটনে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে মুছে যাওয়া ফাইলগুলো দেখাবে। এবার যে যে ফাইলগুলো উদ্ধার করতে চান সেগুলো নির্বাচন করে ডানে Recover বাটনে ক্লিক করে কোথায় সেভ করবেন তা ব্রাউজ করে Ok করুন।
Source : http://www.shamokaldarpon.com
Saturday, 23 October 2010
Lost Administrator Password in Windows 7
Unfortunately, there are a lot of ways you can lose access to your Windows logon account, one being simple forgetting the password. This happens ways more often than you would think!
But in reality, there are several ways you can end up losing access to an administrator account, including
Note that in order for this to work, System Restore had to be enabled and there has to be a restore point that was created before you lost access.
To get started, pop in the Windows 7 or Vista DVD into your drive and restart the computer. Press a key when you get the Press any key to boot from CD or DVD.
If you don’t have a Windows 7 or Vista disc, you have to boot into the Advanced Boot Options screen and then choose Repair your computer.
Choose the Language, Time and current format, and keyboard. Then click Next. If you booted from the DVD, you’ll see the Repair your computer link at this step.
Now choose the operating system you want to repair. Then click Next.
Now click the System Restore link and find a restore point that you want to use.
Make sure to pick a restore point that is sufficiently past the date when you lost access to your Administrator account. Restart your computer and see if you can log in.
If you’ve managed to recover access to your Administrator account, you should think about creating a set of password recovery disks for Windows Vista or 7. So even if you forget the Administrator password, you can regain access using the disks. Enjoy!
Source : http://www.online-tech-tips.com/windows-7/forgot-lost-administrator-password-windows-7/
But in reality, there are several ways you can end up losing access to an administrator account, including
- Setting a new password for an Administrator account and then forgetting the password.
- Deleting an Administrator account and not being able to log into another one.
- Changing an Administrator account to a standard user account and not being able to log into another Administrator account
- Windows 7 becoming corrupted and not accepting a correct password
Note that in order for this to work, System Restore had to be enabled and there has to be a restore point that was created before you lost access.
To get started, pop in the Windows 7 or Vista DVD into your drive and restart the computer. Press a key when you get the Press any key to boot from CD or DVD.
If you don’t have a Windows 7 or Vista disc, you have to boot into the Advanced Boot Options screen and then choose Repair your computer.
Choose the Language, Time and current format, and keyboard. Then click Next. If you booted from the DVD, you’ll see the Repair your computer link at this step.
Now choose the operating system you want to repair. Then click Next.
Now click the System Restore link and find a restore point that you want to use.
Make sure to pick a restore point that is sufficiently past the date when you lost access to your Administrator account. Restart your computer and see if you can log in.
If you’ve managed to recover access to your Administrator account, you should think about creating a set of password recovery disks for Windows Vista or 7. So even if you forget the Administrator password, you can regain access using the disks. Enjoy!
Source : http://www.online-tech-tips.com/windows-7/forgot-lost-administrator-password-windows-7/
Saturday, 2 October 2010
সেফ মোডে চলবে কম্পিউটার
উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা ‘সেফ মোডে’ কম্পিউটার চালানো সম্পর্কে কমবেশি জানেন। অপারেটিং সিস্টেম যখন সেফ মোডে চালু হয় তখন সীমিত সংখ্যক প্রয়োজনীয় ড্রাইভার ও সফটয়্যার লোড হয়। সাধারণত ভাইরাস থেকে পিসিকে রক্ষা করার জন্য বা অপারেটিং সিস্টেমের আনুষঙ্গিক কোনো কাজের জন্য অপারেটিং সিস্টেম সেফ মোডে লোড করা হয়।
ভাইরাস থেকে সুরক্ষিত থাকার জন্য সেফ মোড চালু করতে তাহলে আপনাকে কিছু ধাপ অবলম্বন করতে হবে। প্রথমে ‘স্টার্ট’-এ গিয়ে Run ঢুকতে হবে। এবার msconfig লিখে এন্টার চাপতে হবে। তাহলে ‘System Configeration’ নামে একটা ডায়ালগ বক্স আসবে। এবারে বক্সের ‘Boot’ ট্যাবে ক্লিক করতে হবে। এবারে ‘Boot Option’ অংশের ‘Safe boot’-এর পাশে চেক ইন করতে হবে। এবং সেই সঙ্গে ‘Minimal’ অপশনটি নির্বাচন করতে হবে। তাহলেই আপনার কম্পিউটার সেফ মোডে চলার জন্য তৈরি হয়ে যাবে। এবার আপনি যখনই কম্পিউটার চালু করবেন, তখনই অপারেটিং সিস্টেম লোড হবে সেফ মোডে। —ফয়সাল হাসান
Source
ভাইরাস থেকে সুরক্ষিত থাকার জন্য সেফ মোড চালু করতে তাহলে আপনাকে কিছু ধাপ অবলম্বন করতে হবে। প্রথমে ‘স্টার্ট’-এ গিয়ে Run ঢুকতে হবে। এবার msconfig লিখে এন্টার চাপতে হবে। তাহলে ‘System Configeration’ নামে একটা ডায়ালগ বক্স আসবে। এবারে বক্সের ‘Boot’ ট্যাবে ক্লিক করতে হবে। এবারে ‘Boot Option’ অংশের ‘Safe boot’-এর পাশে চেক ইন করতে হবে। এবং সেই সঙ্গে ‘Minimal’ অপশনটি নির্বাচন করতে হবে। তাহলেই আপনার কম্পিউটার সেফ মোডে চলার জন্য তৈরি হয়ে যাবে। এবার আপনি যখনই কম্পিউটার চালু করবেন, তখনই অপারেটিং সিস্টেম লোড হবে সেফ মোডে। —ফয়সাল হাসান
Source
ভাইরাসের নাম সাইবার সুপারউইপন
বিশেষজ্ঞরা এর নাম দিয়েছেন ‘সাইবার সুপারউইপন’। এই কম্পিউটার ভাইরাসটি ইরানের পরমাণু স্থাপনার উদ্দেশ্যে তৈরি হলেও এটি এখন চীনে আঘাত করেছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, ভাইরাসটি কয়েক লাখ কম্পিউটারে ছড়িয়ে পড়েছে। অন্য একটি সূত্রমতে, ভাইরাসটি কমপক্ষে ৬০ লাখ কম্পিউটারে সংক্রমিত হয়েছে।
এটি সফটওয়্যার ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি কম্পিউটারের নিয়ন্ত্রণব্যবস্থাও ক্ষতিগ্রস্ত করতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করছেন। অ্যান্টিভাইরাস সার্ভিস প্রোভাইডার রাইজিং ইন্টারন্যাশনাল সফটওয়্যারের প্রকৌশলী ওয়াং জানান, ভাইরাসটি এমনভাবে তৈরি করা হয়েছে, যা তথ্য চুরি করার পরিবর্তে কম্পিউটার নেটওয়ার্কের নিয়ন্ত্রণব্যবস্থাকে ধ্বংস করে দেবে। কোনো প্রতিষ্ঠানের কম্পিউটার নেটওয়ার্ক-ব্যবস্থা যদি এটি ধ্বংস করতে সক্ষম হয়, তাহলে ওই প্রতিষ্ঠানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। গত জুন মাসে প্রথম ভাইরাসটি শনাক্ত করা হয়। কয়েক দিন আগে ভাইরাসটি ইরানের পরমাণু স্থাপনার কম্পিউটার নেটওয়ার্কে ব্যাপকভাবে আঘাত হানে। এ ছাড়া এটি ভারত, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার কিছু কম্পিউটার নেটওয়ার্কে আঘাত হেনেছে।
চীনের ইনফরমেশন টেকনোলজি সিকিউরিটি ইভালুয়েশন সেন্টারের পরিচালক ইউ জিয়াওকিও বলেন, ভাইরাসটি আঘাত হানলেও কোনো কম্পিউটার নিয়ন্ত্রণব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন কোনো খবর আমরা এখন পর্যন্ত পাইনি। কাজেই, ভাইরাসটিকে যতটা ভয়ংকর ভাবা হচ্ছে, আসলে ততটা নয়। —এএফপি অবলম্বনে রোকেয়া রহমান
Source
এটি সফটওয়্যার ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি কম্পিউটারের নিয়ন্ত্রণব্যবস্থাও ক্ষতিগ্রস্ত করতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করছেন। অ্যান্টিভাইরাস সার্ভিস প্রোভাইডার রাইজিং ইন্টারন্যাশনাল সফটওয়্যারের প্রকৌশলী ওয়াং জানান, ভাইরাসটি এমনভাবে তৈরি করা হয়েছে, যা তথ্য চুরি করার পরিবর্তে কম্পিউটার নেটওয়ার্কের নিয়ন্ত্রণব্যবস্থাকে ধ্বংস করে দেবে। কোনো প্রতিষ্ঠানের কম্পিউটার নেটওয়ার্ক-ব্যবস্থা যদি এটি ধ্বংস করতে সক্ষম হয়, তাহলে ওই প্রতিষ্ঠানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। গত জুন মাসে প্রথম ভাইরাসটি শনাক্ত করা হয়। কয়েক দিন আগে ভাইরাসটি ইরানের পরমাণু স্থাপনার কম্পিউটার নেটওয়ার্কে ব্যাপকভাবে আঘাত হানে। এ ছাড়া এটি ভারত, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার কিছু কম্পিউটার নেটওয়ার্কে আঘাত হেনেছে।
চীনের ইনফরমেশন টেকনোলজি সিকিউরিটি ইভালুয়েশন সেন্টারের পরিচালক ইউ জিয়াওকিও বলেন, ভাইরাসটি আঘাত হানলেও কোনো কম্পিউটার নিয়ন্ত্রণব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন কোনো খবর আমরা এখন পর্যন্ত পাইনি। কাজেই, ভাইরাসটিকে যতটা ভয়ংকর ভাবা হচ্ছে, আসলে ততটা নয়। —এএফপি অবলম্বনে রোকেয়া রহমান
Source
Monday, 27 September 2010
নিজে থেকেই নড়বে মাউস পয়েন্টার
কম্পিউটারে কাজ করার সময় প্রায়ই অনেক ডায়লগ বক্স আসে এবং সেখানে Yes, Noসহ অনেক ধরনের অপশন থাকে। সেখানে মাউস পয়েন্টার নিয়ে কোনো একটি অপশন নির্বাচন করতে হয়। কিন্তু আমরা যদি মাউসের Snap To অপশন ব্যবহার করি, তাহলে ডায়লগ বক্স এলেই মাউসের পয়েন্টার স্বয়ংক্রিয়ভাবে সেই ডায়লগ বক্সের যে বাটনে ক্লিক করার সম্ভাবনা থাকে, সেই বাটনে চলে যায়। মাউসের Snap To অপশন কার্যকর করার জন্য Control Panel-এ গিয়ে মাউস আইকনে দুই ক্লিক করতে হবে। মাউস প্রপাটিজ উইন্ডো এলে সেখান থেকে Pointer Options-এ ক্লিক করে Automatically move pointer to the default button in a dialog box-এ টিক চিহ্ন দিয়ে okতে ক্লিক করুন। মো. আমিনুর রহমান
Source : prothom-alo
Source : prothom-alo
Wednesday, 22 September 2010
জিমেইলে স্বয়ংক্রিয় ই-মেইল উত্তর
ছুটিতে বা কোনো কারণে নির্দিষ্ট কিছুদিন মেইল চেক করতে না পারলে স্বয়ংক্রিয়ভাবে মেইলপ্রাপ্তির কথা জানানো যায় Vacation responder দিয়ে। ভ্যাকেশন রেস্পন্ড করার সুবিধা প্রায় সব মেইলেরই রয়েছে। তবে আলাদা আলাদা প্রেরককে আলাদা আলাদা উত্তর দেওয়ার সুবিধা যুক্ত করল জিমেইল। এ সুবিধাটির নাম হচ্ছে ক্যান্ড রেস্পন্স। ক্যান্ড রেস্পন্স সক্রিয় করতে Settings থেকে Labs ট্যাবে গিয়ে Canned Responses-এর Enable রেডিও বাটন ক্লিক করে সংরক্ষণ (সেভ) করুন।
এবার কম্পোজ মেইলে গেলে Canned Response দেখা যাবে। ক্যান্ড রেস্পন্স তৈরি করতে কম্পোজ মেইলে Canned Response-এর ড্রপ-ডাউন থেকে New canned response-এ ক্লিক করে পছন্দের নাম দিয়ে Ok করে সংরক্ষণ করুন। এবার কম্পোজ মেইলের বডিতে দরকারি কিছু লিখে Canned Response-এর ড্রপ-ডাউন থেকে Save-এর নিচের সেভ থাকা ক্যান্ডে ক্লিক করলে ওই ক্যান্ডে মেসেজ সংরক্ষণ হবে। ফিল্টার তৈরি করে ক্যান্ড রেস্পন্স সেট করতে Search the Web বাটনের ডানে Create a filter-এ ক্লিক করে বা Settings থেকে Filters ট্যাবে গিয়ে Create a new filter-এ ক্লিক করে অথবা মেইলের ওপরের ডানের ড্রপ-ডাউনের Filter massages like this-এ ক্লিক করে Create a Filter আনতে হবে। এখানে ফিল্টার তৈরির জন্য প্রয়োজনীয় তথ্য লিখে Next Step বাটনে ক্লিক করুন। এবার Send canned response:-এ সেভ থাকা ক্যান্ড নির্বাচন করে অন্যান্য চেকবক্স প্রয়োজনে চেক করে Create Filter বাটনে ক্লিক করে ফিল্টার তৈরি শেষ করুন। এখন থেকে ফিল্টার করা মেইল ঠিকানা থেকে মেইল এলে স্বয়ংক্রিয়ভাবে ক্যান্ডের মেইল রিপ্লে হবে। এভাবে ইচ্ছামতো আরও Canned Response এবং ফিল্টার তৈরি করা যাবে।
Writer : মেহেদী আকরাম
Source : prothom-alo
এবার কম্পোজ মেইলে গেলে Canned Response দেখা যাবে। ক্যান্ড রেস্পন্স তৈরি করতে কম্পোজ মেইলে Canned Response-এর ড্রপ-ডাউন থেকে New canned response-এ ক্লিক করে পছন্দের নাম দিয়ে Ok করে সংরক্ষণ করুন। এবার কম্পোজ মেইলের বডিতে দরকারি কিছু লিখে Canned Response-এর ড্রপ-ডাউন থেকে Save-এর নিচের সেভ থাকা ক্যান্ডে ক্লিক করলে ওই ক্যান্ডে মেসেজ সংরক্ষণ হবে। ফিল্টার তৈরি করে ক্যান্ড রেস্পন্স সেট করতে Search the Web বাটনের ডানে Create a filter-এ ক্লিক করে বা Settings থেকে Filters ট্যাবে গিয়ে Create a new filter-এ ক্লিক করে অথবা মেইলের ওপরের ডানের ড্রপ-ডাউনের Filter massages like this-এ ক্লিক করে Create a Filter আনতে হবে। এখানে ফিল্টার তৈরির জন্য প্রয়োজনীয় তথ্য লিখে Next Step বাটনে ক্লিক করুন। এবার Send canned response:-এ সেভ থাকা ক্যান্ড নির্বাচন করে অন্যান্য চেকবক্স প্রয়োজনে চেক করে Create Filter বাটনে ক্লিক করে ফিল্টার তৈরি শেষ করুন। এখন থেকে ফিল্টার করা মেইল ঠিকানা থেকে মেইল এলে স্বয়ংক্রিয়ভাবে ক্যান্ডের মেইল রিপ্লে হবে। এভাবে ইচ্ছামতো আরও Canned Response এবং ফিল্টার তৈরি করা যাবে।
Writer : মেহেদী আকরাম
Source : prothom-alo
উইন্ডোজ এক্সপিতে পাসওয়ার্ড ভুলে গেলে
আপনার কম্পিউটারের পাসওয়ার্ড ভুলে গেলেও ইচ্ছা করলে আপনার কম্পিউটার চালু করতে পারেন। এ ক্ষেত্রে কম্পিউটার যখন পাসওয়ার্ড চাইবে তখন কিবোর্ড থেকে Ctrl+Alt চেপে ধরে পরপর দুবার Delete চাপুন। দেখবেন নতুন একটি উইন্ডো এসেছে। সেটিতে User name-এ administrator লিখে ok করুন। দেখবেন কম্পিউটারটি চালু হয়েছে। তবে আপনি যদি অপারেটিং সিস্টেম সেটআপ দেওয়ার সময় পাসওয়ার্ড দিয়ে থাকেন অর্থাৎ আপনার কম্পিউটারের administrator-এর পাসওয়ার্ড দেওয়া থাকে, তাহলে কম্পিউটার চালু হবে না। এ ক্ষেত্রে নতুন করে আবার অপারেটিং সিস্টেম সেটআপ দিতে হবে। আর কম্পিউটারের Bios-এ যদি পাসওয়ার্ড দেওয়া থাকে, তাহলে মাদারবোর্ডের ব্যাটারি খুলে আবার লাগালে পাসওয়ার্ড মুছে যাবে।
Writer : মো. আমিনুর রহমান
Source : prothom-alo
Writer : মো. আমিনুর রহমান
Source : prothom-alo
মুছে ফেলুন ব্রাউজারের হিস্টোরি ফাইল
ইন্টারনেট ব্যবহারের ফলে ব্রাউজারে হিস্টোরি ফাইল জমা হয়। জমে থাকা হিস্টোরি ফাইল ব্রাউজারের গতি কমিয়ে দেয়। মজিলা ফায়ারফক্স ব্যবহারকারীরা হিস্টোরি ফাইল মুছতে পারবেন tools/clear recent history-এ গিয়ে। স্বয়ংক্রিয়ভাবে হিস্টোরি ফাইল মুছার জন্য Tools/Options/Privacy-এ গিয়ে clear history when firfox close অপশনে টিক চিহ্ন দিয়ে ok করুন। ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহারকারী হিস্টোরি ফাইল মুছার জন্য Tools/Internet Options/Advanced-এ যান এবং Empty Temporary Internet Files folder when browser is closed অপশনে টিক চিহ্ন দিয়ে রাখুন। গুগল ক্রোম ব্যবহারকারী ব্রাউজার ওপেন করে customize and control google chrome/option/under the hood/clear browsing data-এ গিয়ে হিস্টোরি ফাইল মুছতে পারবেন।
Writer : খালেদ মাহমুদ খান
Source : prothom-alo
Writer : খালেদ মাহমুদ খান
Source : prothom-alo
সহজেই নেটওয়ার্কের কম্পিউটার বন্ধ করুন
Writer : মেহেদী আকরাম
Source : prothom-alo
Wednesday, 1 September 2010
স্টোরেজ ডিভাইস নিয়ন্ত্রন করুন
নানা কারনে কম্পিউটারে তথ্য সংরক্ষণের যন্ত্রাংশের (স্টোরেজ ডিভাইস) ব্যবহার নিয়ন্ত্রণ করতে হয়। আপনি চাইলে আপনার কম্পিউটারের স্টোরেজ ডিভাইসে যাতে অন্য কেউ কিছু রাখতে না পারে (রাইট প্রটেক্টড), সে ব্যবস্থা করতে পারেন। এ জন্য উইন্ডোজ অপারেটিং সিস্টেমে Start/All programs/accessories/notepad এ গিয়ে নোটপ্যাড খুলুন এবং নিচের সংকেতটি হুবুহু লিখুন :
Windows Registry Editor Version 5.00 [HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\COntrol\StorageDevicePolicies]"WriteProtect"=dword:00000001
নোটপ্যাডে এই সংকেত লেখা ফাইলটি disablestoragedevice.reg নামে সংরক্ষণ করুন। লক্ষ করুন নামে disablestoragedevice নামে একটি রেজিষ্ট্রি ফাইল তৈরি হয়েছে। এই ফাইলে ২ টি ক্লিক করলেই স্টোরেজ ডিভাইস রাইট প্রটেক্টেড হয়ে যাবে। রাইট প্রটেক্টেড বন্ধ করতে এ্কই নিয়মে নোটপ্যাডে নিচের সংকেত লিখুন :
Windows Registry Editor Version 5.00 [HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\StorageDevicePolicies]"WriteProtect"=dword:00000000
এ ফাইলটি enblestoragedevice.reg নামে সংরক্ষণ করুন। তৈরীকৃত enblestoragedevice রেজিষ্ট্রি ফাইলে ২টি ক্লিক করলেই রাইট প্রটেক্টড বন্ধ হয়ে যাবে।
Image View
সূত্র : প্রথম আলো
Subscribe to:
Posts (Atom)