Saturday, 2 October 2010

 ভাইরাসের নাম সাইবার সুপারউইপন

বিশেষজ্ঞরা এর নাম দিয়েছেন ‘সাইবার সুপারউইপন’। এই কম্পিউটার ভাইরাসটি ইরানের পরমাণু স্থাপনার উদ্দেশ্যে তৈরি হলেও এটি এখন চীনে আঘাত করেছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, ভাইরাসটি কয়েক লাখ কম্পিউটারে ছড়িয়ে পড়েছে। অন্য একটি সূত্রমতে, ভাইরাসটি কমপক্ষে ৬০ লাখ কম্পিউটারে সংক্রমিত হয়েছে।
এটি সফটওয়্যার ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি কম্পিউটারের নিয়ন্ত্রণব্যবস্থাও ক্ষতিগ্রস্ত করতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করছেন। অ্যান্টিভাইরাস সার্ভিস প্রোভাইডার রাইজিং ইন্টারন্যাশনাল সফটওয়্যারের প্রকৌশলী ওয়াং জানান, ভাইরাসটি এমনভাবে তৈরি করা হয়েছে, যা তথ্য চুরি করার পরিবর্তে কম্পিউটার নেটওয়ার্কের নিয়ন্ত্রণব্যবস্থাকে ধ্বংস করে দেবে। কোনো প্রতিষ্ঠানের কম্পিউটার নেটওয়ার্ক-ব্যবস্থা যদি এটি ধ্বংস করতে সক্ষম হয়, তাহলে ওই প্রতিষ্ঠানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। গত জুন মাসে প্রথম ভাইরাসটি শনাক্ত করা হয়। কয়েক দিন আগে ভাইরাসটি ইরানের পরমাণু স্থাপনার কম্পিউটার নেটওয়ার্কে ব্যাপকভাবে আঘাত হানে। এ ছাড়া এটি ভারত, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার কিছু কম্পিউটার নেটওয়ার্কে আঘাত হেনেছে।
চীনের ইনফরমেশন টেকনোলজি সিকিউরিটি ইভালুয়েশন সেন্টারের পরিচালক ইউ জিয়াওকিও বলেন, ভাইরাসটি আঘাত হানলেও কোনো কম্পিউটার নিয়ন্ত্রণব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন কোনো খবর আমরা এখন পর্যন্ত পাইনি। কাজেই, ভাইরাসটিকে যতটা ভয়ংকর ভাবা হচ্ছে, আসলে ততটা নয়। —এএফপি অবলম্বনে রোকেয়া রহমান

Source