ইন্টারনেট ব্যবহারের ফলে ব্রাউজারে হিস্টোরি ফাইল জমা হয়। জমে থাকা হিস্টোরি ফাইল ব্রাউজারের গতি কমিয়ে দেয়। মজিলা ফায়ারফক্স ব্যবহারকারীরা হিস্টোরি ফাইল মুছতে পারবেন tools/clear recent history-এ গিয়ে। স্বয়ংক্রিয়ভাবে হিস্টোরি ফাইল মুছার জন্য Tools/Options/Privacy-এ গিয়ে clear history when firfox close অপশনে টিক চিহ্ন দিয়ে ok করুন। ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহারকারী হিস্টোরি ফাইল মুছার জন্য Tools/Internet Options/Advanced-এ যান এবং Empty Temporary Internet Files folder when browser is closed অপশনে টিক চিহ্ন দিয়ে রাখুন। গুগল ক্রোম ব্যবহারকারী ব্রাউজার ওপেন করে customize and control google chrome/option/under the hood/clear browsing data-এ গিয়ে হিস্টোরি ফাইল মুছতে পারবেন।
Writer : খালেদ মাহমুদ খান
Source : prothom-alo