Showing posts with label ictnews24. Show all posts
Showing posts with label ictnews24. Show all posts

Thursday, 1 March 2012

IBCS-PRIMAX signs accord with Bangladesh Bank for National Payment Switch (NPS)


Bangladesh Bank (BB) and InfoTech Global Pte Ltd of Singapore have signed an agreement yesterday involving IBCS-PRIMAX Software (Bangladesh) Ltd. (BASIS Member) as the local operating agent to implement the e-payment system among banks from a common platform.
It will operate under a National Payment Switch (NPS) and is being be funded under a World Bank supported project for strengthening the e-banking system.
Commercial banks having an ATM/POS/e-Payment Gateways/Mobile payment switches or being connected to any other shared switch network will be able to send inter-bank payment instructions to the NPS for clearing and settlement purpose. There will be absolute interoperability among the private sector electronic payment networks and also pave the way for cross boarder electronic payment regime.

Sunday, 26 February 2012

বাংলাদেশ এ তৈরি হচ্ছে প্রথম ডিজিটাল ম্যাপ!!!

জাপানি দাতা সংস্থা জাইকার সহায়তাই বাংলাদেশ জরিপ অধিতপ্তরের এই ম্যাপ এর মাধ্যমে যে কোন এলাকার বিষয়ে সর্বশেষ তথ্য ছাড়াও জিপিএস মোবাইল ব্যাবহারকারি যে কাউকে তাৎক্ষনিক ভাবে সনাক্ত করা সম্ভব হবে। এর ফলে এর ফলে সন্দেহভাজন অপরাধীদের খুব সহজেই সনাক্ত করা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কতৃপক্ষ। এটি তৈরিতে ৪ বছর লাগবে।

পৃথিবীর মানচিত্রে ছোট্ট একটি দেশ বাংলাদেশ। উপর থেকে বাংলাদেশ এর যে জাইগাটি দেখতে যেমন, ঠিক সে চিত্রই ফুটে উঠবে এ ধরনের ডিজিটাল মানচিত্রে। জাপান থেকে প্রশিক্ষিত এক দল দেশীয় কর্মী এ জন্য কাজ করছেন পুরদমে। প্রতিরক্ষা মন্ত্রনালয়ের অধীনে এ মানচিত্রে সুস্পষ্টভাবে স্থান পাচ্ছে দেশের সব রাস্তা, স্থাপনা, নদী-নালা, ঐতিহাসিক নিদর্শন, গণভূমি, গ্রাম, এমনকি কৃষি জমির সীমানাও। থাকবে এসব সম্পর্কিত বিস্তারিত তথ্যও। জরিপ অধিতপ্তরের এক কর্মকর্তা বলেনঃ “আমাদের এখানে যে ম্যাপগুলো তৈরি করছি, তা সবার জন্য উন্মুক্ত। খুবই কস্ট ইফেকটিভ ভ্যালুতে এটা নিতে পারবে। মানুষ এটা নিয়ে কাজ করতে পারবে এবং ভবিষ্যতে আমরা এটা ওয়েবসাইট এ দিয়ে দিব। জিপিএসটা আপনি যদি কার এ লাগিয়ে দেন, কার ট্র্যাকিং করতে পারছেন। এটা যদি মোবাইল জিপিএস এ ম্যাপটি দেন, আপনি আপনার ছেলেকে দেখতে পারছেন কোথায় আছে। আপনি সবার লোকেশান পাচ্ছেন। পুলিশ বাহিনী ক্রিমিনাল ট্র্যাক করতে পারবে।”
এই মানচিত্র তৈরিতে দেশের বিভিন্ন জায়গায় জিপিএস স্টেশন বসানো হয়েছে। যার মাধ্যমে মোবাইল জিপিএস ব্যাবহারকারি যে কোন মানুষের অবস্থান সম্পর্কে যেমন নিশিত হওয়া যাবে, তেমনি পাওয়া যাবে আবহাওয়া সম্পর্কিত সর্বশেষ তথ্য।
জাপানি দাতা সংস্থা জাইকার এক কর্মকর্তা বলেনঃ “যদি কেউ স্কুল, কলেজ কিংবা হাসপাতাল এ যেতে চাই তাহলে তাকে কাউকে জিজ্ঞেস করতে হয়। কিন্তু তার কাছে যদি এই ডিজিটাল মানচিত্র থাকে তাহলে তার সাহায্যে সে খুব সহজেই গন্তব্যস্থলে পৌছাতে পারে।”
২০১৬ সালে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা।
তথ্যসূত্রঃ সময় টিভি