বিশ্বের বৃহত্তম কম্পিউটার যন্ত্রাংশ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইন্টেল করপোরেশন সম্প্রতি টেলিভিশন তৈরির পরিকল্পনা বাতিল করেছে। এর বদলে তারা ট্যাবলেট পিসির বাজারে নিজেদের প্রতিষ্ঠিত করার চিন্তা-ভাবনা করছে।
ক্যালিফোর্নিয়ভিত্তিক এ প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র বলেন, এ মুহূর্তে ইন্টেল ট্যাবলেট পিসি তৈরির কাজে সব ধরনের মনোযোগ একীভূত করেছে। তিনি আরও বলেন, এটি ইন্টেলের একটি উচ্চপর্যায়ের সিদ্ধান্ত। এ মুহূর্তে প্রতিষ্ঠানটির শীর্ষ কর্তাব্যক্তিরা ট্যাবলেট পিসি তৈরিকে করপোরেট অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করেছে। ভবিষ্যতে ইন্টেল স্মার্টফোনও তৈরি করবে। এ ছাড়া তাদের ব্র্যান্ড আইটেম আল্ট্রাবুক ল্যাপটপ তো রয়েছেই।
ইন্টেল টেলিভিশন তৈরির পরিকল্পনা বাতিল করলেও তারা সম্প্রতি যুক্তরাষ্ট্রের সর্ববৃহত্ কেব্ল টেলিভিশন প্রতিষ্ঠান কমক্যাস্ট করপোরেশন ও কয়েকটি ইউরোপীয় কেব্ল টেলিভিশন প্রতিষ্ঠানের টপ-বক্স সরবরাহের কাজ পেয়েছে। তারা গুগল, সনি ও লজিটেকের বিভিন্ন ধরনের টেলিভিশন যন্ত্রাংশেরও সরবরাহকারী।
বিশ্বের কম্পিউটার যন্ত্রাংশের ৮০ শতাংশই ইন্টেল সরবরাহ করে থাকে। তবে সম্প্রতি তাদের তৈরি কিছু কম দামি যন্ত্রাংশ বাজারে প্রভাব সৃষ্টি করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে।
টেলিভিশন যন্ত্রাংশ তৈরিতে সাফল্যের পরিচয় দিলেও টেলিভিশন সেট তৈরিতে প্রতিদ্বন্দ্বী স্যামসাং ইলেকট্রনিকস ও সনি করপোরেশনের চেয়ে পিছিয়ে আছে। স্যামসাং ও সনির তুলনায় ভিন্ন কিছু নিয়ে বাজারে না আসতে পারার কারণেই মূলত তাদের পিছিয়ে পড়া। ওয়েবসাইট।
ক্যালিফোর্নিয়ভিত্তিক এ প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র বলেন, এ মুহূর্তে ইন্টেল ট্যাবলেট পিসি তৈরির কাজে সব ধরনের মনোযোগ একীভূত করেছে। তিনি আরও বলেন, এটি ইন্টেলের একটি উচ্চপর্যায়ের সিদ্ধান্ত। এ মুহূর্তে প্রতিষ্ঠানটির শীর্ষ কর্তাব্যক্তিরা ট্যাবলেট পিসি তৈরিকে করপোরেট অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করেছে। ভবিষ্যতে ইন্টেল স্মার্টফোনও তৈরি করবে। এ ছাড়া তাদের ব্র্যান্ড আইটেম আল্ট্রাবুক ল্যাপটপ তো রয়েছেই।
ইন্টেল টেলিভিশন তৈরির পরিকল্পনা বাতিল করলেও তারা সম্প্রতি যুক্তরাষ্ট্রের সর্ববৃহত্ কেব্ল টেলিভিশন প্রতিষ্ঠান কমক্যাস্ট করপোরেশন ও কয়েকটি ইউরোপীয় কেব্ল টেলিভিশন প্রতিষ্ঠানের টপ-বক্স সরবরাহের কাজ পেয়েছে। তারা গুগল, সনি ও লজিটেকের বিভিন্ন ধরনের টেলিভিশন যন্ত্রাংশেরও সরবরাহকারী।
বিশ্বের কম্পিউটার যন্ত্রাংশের ৮০ শতাংশই ইন্টেল সরবরাহ করে থাকে। তবে সম্প্রতি তাদের তৈরি কিছু কম দামি যন্ত্রাংশ বাজারে প্রভাব সৃষ্টি করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে।
টেলিভিশন যন্ত্রাংশ তৈরিতে সাফল্যের পরিচয় দিলেও টেলিভিশন সেট তৈরিতে প্রতিদ্বন্দ্বী স্যামসাং ইলেকট্রনিকস ও সনি করপোরেশনের চেয়ে পিছিয়ে আছে। স্যামসাং ও সনির তুলনায় ভিন্ন কিছু নিয়ে বাজারে না আসতে পারার কারণেই মূলত তাদের পিছিয়ে পড়া। ওয়েবসাইট।