Showing posts with label Tech News. Show all posts
Showing posts with label Tech News. Show all posts

Thursday 13 October 2011

Pantech Pocket for AT&T: First Impressions


In a world of 4.3-inch rectangular black Android phones, the Pantech Pocket is refreshingly different in design. Pantech has released a number of feature and messaging phones on AT&T, but the company is slowly making its way into the Android world. This Gingerbread phone also supports AT&T’s faster HSPA+ “4G” network.
Measuring 4.5-by-3-by 0.44-inches thick, the Pocket is a bit on the shorter, squatter side. It is a unique look, however, and its design is definitely eye-catching. It weighs a light 4.4 ounces.
The Pocket has a textured plastic casing, which a Pantech rep told us is built to resist scratches. The textured plastic feels nice in the hand, too.
The 4-inch TFT SVGA display has a 600-by-800 pixel resolution with a 4:3 aspect ratio. The wider display gives it the effect of a very small tablet. The display quality can’t compete with say, Samsung’s Galaxy S II Super AMOLED Plus display, but Pantech isn’t exactly trying to compete with these higher-end phones. The display is bright and crisp and the size is ideal for browsing the web and running apps.
The Pocket’s 1GHz processor kept the Pocket running smoothly during my quick hands-on time. The user interface is pretty basic: It isn’t running native Android Gingerbread, but the overlay is neither obtrusive nor busy. I really liked the virtual keyboard (pictured), which is wider and larger than your typical Android keyboard thanks to the wider display.
I took a couple of test photos with the Pocket’s 5-megapixel camera. Image quality was pretty good. Android purists will be happy to hear that the camera user interface is the vanilla Android Gingerbread version.
According the Pantech, the Pocket is just the beginning for the company’s more advanced phones. The company is also fully on-board with AT&T’s LTE rollout and promised an LTE capable device in the future.
Pricing hasn’t been announced for the Pocket, but the phone is expected to appear sometime in November. We’ll have a full, rated review once we get the Pocket in house, so stay tuned.

টিভি তৈরির পরিকল্পনা বাদ ইন্টেলের

বিশ্বের বৃহত্তম কম্পিউটার যন্ত্রাংশ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইন্টেল করপোরেশন সম্প্রতি টেলিভিশন তৈরির পরিকল্পনা বাতিল করেছে। এর বদলে তারা ট্যাবলেট পিসির বাজারে নিজেদের প্রতিষ্ঠিত করার চিন্তা-ভাবনা করছে।
ক্যালিফোর্নিয়ভিত্তিক এ প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র বলেন, এ মুহূর্তে ইন্টেল ট্যাবলেট পিসি তৈরির কাজে সব ধরনের মনোযোগ একীভূত করেছে। তিনি আরও বলেন, এটি ইন্টেলের একটি উচ্চপর্যায়ের সিদ্ধান্ত। এ মুহূর্তে প্রতিষ্ঠানটির শীর্ষ কর্তাব্যক্তিরা ট্যাবলেট পিসি তৈরিকে করপোরেট অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করেছে। ভবিষ্যতে ইন্টেল স্মার্টফোনও তৈরি করবে। এ ছাড়া তাদের ব্র্যান্ড আইটেম আল্ট্রাবুক ল্যাপটপ তো রয়েছেই।
ইন্টেল টেলিভিশন তৈরির পরিকল্পনা বাতিল করলেও তারা সম্প্রতি যুক্তরাষ্ট্রের সর্ববৃহত্ কেব্ল টেলিভিশন প্রতিষ্ঠান কমক্যাস্ট করপোরেশন ও কয়েকটি ইউরোপীয় কেব্ল টেলিভিশন প্রতিষ্ঠানের টপ-বক্স সরবরাহের কাজ পেয়েছে। তারা গুগল, সনি ও লজিটেকের বিভিন্ন ধরনের টেলিভিশন যন্ত্রাংশেরও সরবরাহকারী।
বিশ্বের কম্পিউটার যন্ত্রাংশের ৮০ শতাংশই ইন্টেল সরবরাহ করে থাকে। তবে সম্প্রতি তাদের তৈরি কিছু কম দামি যন্ত্রাংশ বাজারে প্রভাব সৃষ্টি করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে।
টেলিভিশন যন্ত্রাংশ তৈরিতে সাফল্যের পরিচয় দিলেও টেলিভিশন সেট তৈরিতে প্রতিদ্বন্দ্বী স্যামসাং ইলেকট্রনিকস ও সনি করপোরেশনের চেয়ে পিছিয়ে আছে। স্যামসাং ও সনির তুলনায় ভিন্ন কিছু নিয়ে বাজারে না আসতে পারার কারণেই মূলত তাদের পিছিয়ে পড়া। ওয়েবসাইট।

Intel Moves Away From Digital TV Business


Intel on Tuesday said it was winding down its TV business and reallocating the resources to develop "ultrabooks," smartphones and tablets.
Intel will move engineers who were developing TV chips to the group responsible for tablets, said Claudine Mangano, an Intel spokeswoman. It's also refocusing its efforts on IP-based content delivery networks, for which there are similarities between tablets and TVs, she sad.
"We believe these collective moves will help ensure that Intel has the best people focused on our top business priorities," Mangano said.
Sony's TV sets and Logitech's Revue set-top box, both running Google TV software, are the more famous products based on Intel's TV chips. Its CE4100 and CE4200 chips were adopted by companies including Comcast and Boxee. Intel has other TV efforts under way, including the Widget Channel, a platform designed to meld television and the Internet, which was announced in 2008 with Yahoo.
"We believe the future of TV is in IP delivery and multi-screen usages and are aligning our focus to these areas, and with other top corporate imperatives that include ultrabooks, smartphones and tablets," Mangano said.
Intel isn't completely abandoning the development of TV chips, though, Mangano said.
"We work with a number of customers. We are not breaking them out, but we will work with each customer on a case-by-case basis to support them as needed," Mangano said.
Intel also said last month it was putting more money into the development of chips for smartphones and tablets as it tries to establish a bigger foothold in those markets.

Tuesday 24 May 2011

ক্যাসপারস্কি ২০১১ এর ৩৭০০ দিনের লাইসেন্স

কম্পিউটার ব্যবহারকারীরা প্রায় প্রতিনিয়তই ভাইরাস নিয়ে সমস্যায় পরে থাকেন, বিশেষ করে উইন্ডোজ ব্যবহারকারীরা। জনপ্রিয় এন্টিভাইরাস গুলোর মধ্যে ক্যাসপারস্কি অন্যতম। বাজারে ১/২ বছরের কমার্শিয়াল লাইসেন্স পাওয়া যায়। তবে চাইলে একটু চালাকি করে বিনামূল্যে ১০ বছরের লাইসেন্স এ্যাকটিভ করা যায়।
এজন্য প্রথমে ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি ২০১১ অথবা ক্যাসপারস্কি এন্টিভাইরাস ২০১১ ইনস্টল করুন এবং লাইনেন্স কী চাইলে Activate Latter নির্বাচন করে দ্বারা চালু করুন। সফটওয়্যারটির না থাকলে www.kaspersky.com থেকে ডাউনলোড করা যাবে। আর পূর্বে ইনস্টল করা থাকলে এ্যাকটিভিশন কী মুছে ফেলতে হবে।
How Disable Self-Defense
এরপরে ক্যাসপারস্কির Settings এ গিয়ে Advanced Settings ট্যাব এর Self-Defense ক্লিক করে Enable Self-Defense আনচেক করে Ok করুন এবং এবার সিস্টেমট্রেতে থাকা ক্যাসপারস্কির আইকনে মাউসের ডান বাটন ক্লিক করে Exit ক্লিখ করে ক্যাসপারস্কি বন্ধ করুন। এবার www.shamokaldarpon.com/download/ থেকে ডাউনলোড করা রার ফাইলটি আন রার করে ভিতরের Kaspersky 2011 Crack ফাইলটি চালু করুন। এখন Next> বাটনে ক্লিক করে I have read the instructions রেডিও বাটন চেক করে Install বাটনে ক্লিক করুন। কিছুক্ষণ পরে ইনস্টল শেষ হলে Finish বাটনে ক্লিক করলে ক্যাসপারস্কি চালু হবে। এখন লক্ষ্য করে দেখুন লাইসেন্স ৩৭০০ দিন দেখাচ্ছে। এবার ক্যাসপারস্কি আপডেট করে সম্পুর্ণ কম্পিউটার স্ক্যান করুন। যদি ক্যাসপারস্কিতে কম্পিউটার রিস্টার্ট করার প্রয়োজন হয় তাহলে কম্পিউটার রিস্টার্ট করতে হবে। রিস্টার্ট করার পরে যদি ক্যাসপারস্কি লাইসেন্স ব্লাক লিষ্টেট হয়ে যেত পরে। লাইসেন্স ব্লাক লিষ্টেট হলে আবার পূর্বেরমত Enable Self-Defense আনচেক করে করে নতুন করে Kaspersky 2011 Crack ফাইলটি চালু করে সমাপ্ত করুন। এবার উপভোগ করুন ৩৭০০ দিনের কমার্শিয়াল লাইসেন্স।

নির্দিষ্ট প্রোসেস/প্রোগ্রাম বন্ধ রাখা

কম্পিউটার একাধিক ব্যবহারকারী থাকলে বা অফিস বা ল্যাবে প্রাইভেসি অথবা অনান্য কারণে ব্যবহারকারীকে বিভিন্ন প্রোগ্রাম বা সফটওয়্যার চালানো থেকে বিরত রাখার প্রয়োজন হতে পারে। সফটওয়্যার আনইনষ্টল করে ব্যবহারকারীকে বিরত রাখা গেলেও অনেক সময় ব্যবহারকারী বহনযোগ্য সফটওয়্যার ব্যবহার করে থাকে। তবে নির্দিষ্ট প্রোগ্রামের প্রোসেস বন্ধ রাখা গেলে ব্যবহারকারী সহজেই নিয়ন্ত্রণে রাখা যায়। উইন্ডোজ অপারেটিং সিস্টেমে নির্দিষ্ট প্রোসেস বন্ধ রাখার দারুন একটি সফটওয়্যার হচ্ছে ‘প্রোসেস ব্লকার’।
ছোট এই ফ্রি সফটওয়্যারটি www.processblocker.com থেকে ডাউনলোড করে ইনস্টল করুন। এবার Configure Process Blocker বা ইনস্টল হওয়া ফোল্ডার থেকে List Editor চালু করুন। এখন Blocked Applications List ট্যাবে Block the following applications এ চেক করুন এবং Add বাটনে ক্লিক করে যে প্রোগ্রামটি ব্লক করতে চান সেই প্রোগ্রামের প্রোসেসের নাম লিখুন (যেমন, নোটপ্যাড ব্লক করতে চাইলে notepad.exe লিখলেই হবে) অথবা প্রোগ্রামটি ব্রাউজ করে এ্যাড করুন এবং Ok করুন। এভাবে আপনি ইচ্ছামত প্রোগ্রাম ব্লক করার যুক্ত করতে পারবেন। আর যুক্ত করা প্রোগ্রাম মুছে বাদ দিতে চাইলে Remove বাটনে ক্লিক করলেই হবে।
এবার সার্ভিসটি পুনরাই চালু করতে কম্পিউটার রিস্টার্ট করুন অথবা রানে গিয়ে services.msc লিখে এন্টার করুন এবং সার্ভিসেস চাল হলে Process Blocker সার্ভিসটিও উপরে মাউসের ডান বাটনে ক্লিক করে Restart করুন। এবার উক্ত ব্লক করা প্রোগ্রামটি চালু করে দেখুন সেটি চলছে না এবং সিস্টেম ট্রেতে একটি নোটিফিকেশন দিচ্ছে। যদি নোটিফিকেশন বন্ধ করতে চান তাহলে Information and Statistics ট্যাবে Display tray notifications when listed applications are blocked আনচেক করলেই হবে।
ব্যবহারকারীর কাছে পদ্ধতিটি লুকাতে স্টার্টমেনুর প্রোগ্রামস থেকে প্রোসেস ব্লকার শর্টকাটটি মুছে দিতে পারেন

ডাচ্‌-বাংলা ব্যংকের কার্ডের মাধ্যমে মোবাইলে রিচার্জ করা

২০০৯ সালের নভেম্বরে বাংলাদেশ ব্যাংক অনলাইনে লেনদেনের অনুমতি দেয়ার পরে বেসরকারি ব্যাংক ডাচ্‌-বাংলা ব্যাংক লিমিটেড ২০১০ সালে ৪ঠা জুন থেকে (ডিবিবিএল) ইলেকট্রনিক লেনদেন ও কেনাকাটার সুবিধা (ই-পেমেন্ট) চালু করেছে। বর্তমানে বেশ কিছু ওয়েবসাইট থেকে অনলাইনে কেনাকাটার সুবিধা রয়েছে। দিনে দিনে কেনাকাটার ওয়েবসাইটের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি পেওয়ানএক্স অনলাইন থেকে (কার্ডের মাধ্যমে) মোবাইল রিচার্জ করার সুবিধা দিচ্ছে। বর্তমানে শুধু ডাচ্‌-বাংলা ব্যাংক লিমিটিডের কার্ড হোল্ডাররা এই সুবিধা পাবেন। পরে আরো ব্যাংকের গ্রাহকরা এই সুবিধা পাবেন।
অনলাইন থেকে মোবাইলে রিচার্জ পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা করা হলো।
ধাপ ১) এজন্য www.payflexi.com সাইটে যেতে হবে।
Pay Flexi Recharge Page
ধাপ ২) এখানে ফরমটি পূরণ করে Click here to Continue বাটনে ক্লিক করুন।
Pay Flexi Process Page
ধাপ ৩) এবার কনফরমেশন পেজে আসলে এখানে Click here to Continue বাটনে ক্লিক করুন।
DBBL E-commerce Page
ধাপ ৪) এখন পেজটি ডাচ্‌-বাংলা ব্যাংকের ইকমার্স পেজে আসবে। এখানে আপনার নাম, কার্ড টাইপ, কার্ড নম্বর, পাসওয়ার্ড দিয়ে Submit বাটনে ক্লিক করতে হবে।
ssl commerz Page
ধাপ ৫) এবার sslcommerz এর ওয়েবসাইট থেকে ম্যাসেজ আসলে Continue বাটনে ক্লিক করতে হবে। তাহলে আপনার মোবাইলে নির্দিষ্ট পরিমান রিচার্জ হবে এবং মোবাইলে নিশ্চিতকরন এসএমএস আসবে।
এবার আপনার ডাচ্‌-বাংলা ব্যাংকের একাউন্টের ব্যালেন্স চেক করে দেখুন টাকা (চার্জসহ) কর্তন করা হয়েছে।
DBBL Internet Banking Status
এই পদ্ধতিতে ডাচ্‌-বাংলা ব্যাংক লিমিটিডের নেক্সাস এবং মাষ্টার কার্ড হোল্ডাররা ১০ টাকা থেকে শুরু করে মোবাইলে রিচার্জ করতে পারবে। বর্তমানে গ্রামীণফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক এবং টেলিটক গ্রাহকরা প্রিপেইড এবং পোষ্টপেইডে এই সুবিধা পাবেন। ব্যাংক প্রোসেস ফি হিসাবে শতকরা ২.৫৫ টাকা প্রযোজ্য হবে।
এই পদ্ধতিটি ১০০% নিশ্চিত কারণ কার্ড হোল্ডাররা তাদের কার্ডের যাবতীয় তথ্য দিচ্ছে ডাচ্‌-বাংলা ব্যাংক লিমিটিডের ইকমার্স পেজে, অন্য কোন সাইটে নয়। আর এখানে অনলাইন ইমাচেন্ট সার্ভিস প্রভাইডার হচ্ছে sslcommerz


Source : http://www.shamokaldarpon.com/?p=2614#more-2614